Mobile detail top  [300x250]
Home » খেলা » detail

সাকিব আল হাসানের অবসরের ঘোষণা

সাকিব আল হাসানের অবসরের ঘোষণা

বাংলাদেশের ইতিহাসের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসান অবসরের ঘোষণা দিয়েছেন।

বাংলাদেশের ইতিহাসের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসান অবসরের ঘোষণা দিয়েছেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই খেলেছেন নিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী অক্টোবর মাসে অবসর নিবেন টেস্ট থেকে।

তবে ওয়ানডে খেলতে চান আগামী ফেব্রুয়ারির চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত।

বৃহস্পতিবার কানপুরে নিজের এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমে জানিয়েছেন তিনি। সম্প্রতি সাকিবের চোট ও পারফরম্যান্স নিয়ে নানামুখী প্রশ্ন উঠছিল। সেই সঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনে কোণঠাসা অবস্থায় আছেন তিনি।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত নির্বাচনে সাংসদ হওয়া সাকিবকে একটি হত্যা মামলাতেও আসামী করা হয়েছে। এছাড়া শেয়ার বাজার কারসাজির অভিযোগে তাকে ৫০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

Mobile detail bottom [300x250]
video news
Mobile home2  [300x250]

latest