Mobile detail top  [300x250]
Home » বিনোদন » detail

বিয়ে করলেন জোভান, পাত্রী সম্পর্কে যা জানা গেলো

বিয়ে করলেন জোভান, পাত্রী সম্পর্কে যা জানা গেলো

এবার বিয়ের পীড়িতে বসলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। আজ রাত ৯ টার দিকে তিনি একটি সাদাকালো ছবি পোস্ট করেন সামাজিক মাধ্যম ফেসবুকে। সেখানে দেখা যায় একটি মেয়ের হাত ধরে উঁচু করে ঠোটের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছেন জোভান। খানিক দূরে ঝাপসা হয়ে আছে মেয়ের মুখ।


ক্যাপশনে আজকের তারিখ যুক্ত করে লিখেছেন ‘...অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল।’ খোঁজ নিয়ে জানা যায়, আজ পারিবারিকভাবে বিয়ে হয়েছে এ অভিনেতার। এ মাসের শেষ দিকেই যাবতীয় আনুষ্ঠানিকতার আয়োজন রাখা হয়েছে।

জোভানের কাছের কয়েকজন বন্ধু জানান, জোভানের স্ত্রীর বাড়ি পুরান ঢাকা।


ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি। বিয়ের কিছুদিন আগে থেকেই জানাশোনা ছিল দুজনের। তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবেই করা হয়েছে। তাৎক্ষনিকভাবে স্ত্রী বা বিয়ের বিস্তারিত জানাতে চাননি এই অভিনেতা।

উল্লেখ্য, ছোটপর্দার নির্ভরশীল অভিনেতা জোভান। ২০১১ সালে বিনোদন মাধ্যমে যোগ দেন জোভান। গেল ১২ ধরে টানা অভিনয় করে যাচ্ছেন তিনি। ছোট পর্দার পাশাপাশি তিনি অভিনয় করেছেন চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টেও।

অভিনয়ের সুত্রে বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেলেও বিয়ে করলেন বিনোদন মাধ্যমের বাইরের একজনকে।

Mobile detail bottom [300x250]
video news
Mobile home2  [300x250]

latest