Mobile detail top  [300x250]
Home » বিদেশ » detail

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একরকম ‘যুদ্ধই’ ঘোষণা করলেন নেতানিয়াহু!

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একরকম ‘যুদ্ধই’ ঘোষণা করলেন নেতানিয়াহু!

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের পরম মিত্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একরকম যুদ্ধই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, তার দেশের সামরিক বাহিনীর ওপর দেয়া যেকোনো মার্কিন নিষেধাজ্ঞাকে তারা প্রত্যাখান করবেন।

এর আগে খবর প্রকাশ হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একটি ইউনিটের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে চলেছে যুক্তরাষ্ট্র।


রবিবার নেতানিয়াহু বলেছেন, ‘আমি আমার সব শক্তি দিয়ে লড়বো।’


এর আগে অ্যাক্সিওস নিউজ সাইট জানায়, যুক্তরাষ্ট্র নেতজাহ ইয়েহুদা ব্যাটিলিয়নের ওপর পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা দেয়ার কথা ভাবছে।

বিবিসি জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে জানতে পেরেছে বিদেশি সামরিক বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিতে পারে।

পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ওই ইউনিটের সাথে যুক্তরাষ্ট্র সহায়তার সম্পর্কের ইতি টানবে কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছিলে, সামনের দিনগুলোতে এ ধরনের পদক্ষে দৃশ্যমান হতে পারে।


ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, নেতজাহ ইয়েহুদা ব্যাটিলিয়ন আন্তর্জাতিক আইন মেনেই কাজ করছে।

Mobile detail bottom [300x250]
video news
Mobile home2  [300x250]

latest