Mobile detail top  [300x250]
Home » দেশ » detail

দেশে/প্রবাসে বসে ঈদের ছুটিতেই পেয়ে যান আপনার জীবনসঙ্গী

দেশে/প্রবাসে বসে ঈদের ছুটিতেই পেয়ে যান আপনার জীবনসঙ্গী

দেশে কিংবা প্রবাসে, ঈদে একটা বড় ছুটিতে থাকবেন অনেক বাংলাদেশি। এই সময়টাকে কাজে লাগিয়ে যদি উপযুক্ত জীবনসঙ্গী পেয়ে যান, মন্দ কি?

তাছাড়া,ব্যস্ত জীবনে আজকাল এখানে ওখানে গিয়ে পাত্র পাত্রী খোজাঁর সময় কই? অনেকের ইচ্ছে থাকলেও প্রবাস থেকে দেশে এসে মনের মতো কাউকে খুঁজতে খুঁজতেই তাদের ছুটির সময় পুরিয়ে যায়।

সময় নস্ট না করে, যেখানে আছেন, সেখানে বসেই আপনার মোবাইলে, হাজারো পাত্র/পাত্রীর প্রফাইল থেকে উপযুক্তদের সাথে নিমিষেই যোগাযোগের, দারুন একটি মাধ্যমে bebaha.com

এখানে রয়েছে যেকোনো বয়সের, যেকোনো পেশা’র অবিবাহিত, ডিভোর্স, সেপারেটেড, বিপত্নিক বা বিধবা হাজারো জীবনসঙ্গীর প্রফাইল।

bebaha.com -এ কাউকে পছন্দ হলে, দেশে বা প্রবাসে থেকেই আপগ্রেড হয়ে, পাত্রী বা তার গার্ডিয়ানের সাথে সরাসরি নক করতে পারবেন।

bebaha.com-একটি প্লাটফর্ম যেখানে পাত্র পাত্রী বা তাদের অভিভাবকরা নিজেরাই রেজিস্ট্রেশান করতে পারেন ফ্রি’তে। bebaha.com-যেকোনো প্রফাইলের নিদিষ্ট কিছু বিষয়ে ভেরিফাই করে দেয়, যা প্রত্যেকটি একাউন্টের ভেরিফিকেশান স্টেটাস দেখে বুঝা যায়।

bebaha.com-এ ছেলে এবং মেয়ে বা তাদের গাডিয়ানরা, নিজেরা নিজেরা সরাসরি আলাপ করে সামনে এগুতে পারেন। bebaha.com-কোনো মধ্যস্থতা করে না। যার কারনে, অনেকেই এই প্লাটফর্মটির উপর আস্থা রাখছেন।

আগ্রহী হলে, এখনই সিম্পল এবং ফ্রি রেজিস্ট্রেশান করে দেখা যেতে পারে, লিংক :bebaha.com

যেকোনো সম্যষায়, বিবাহ ডট কম এর সাথে সরাসরি যোগাযোগ করা যেতে পারে এই লিংকে : মেসেজ

Mobile detail bottom [300x250]
video news
Mobile home2  [300x250]

latest