Mobile detail top  [300x250]
Home » বিচিত্রিতা » detail

শীতে বিয়ে করার বিশেষ সুবিধা : ৫ নাম্বার কারনটি স্পেশাল!

শীতে বিয়ে করার বিশেষ সুবিধা : ৫ নাম্বার কারনটি স্পেশাল!

শীতকাল মানেই আদর-চাদর জড়িয়ে রাখা শুভ্রতায় ভরা দিন। যেখানে থাকে না প্রখর রৌদ্র কিংবা মেজাজ খারাপ করা গরম। শান্ত-শিষ্ট এই ঋতুতে বিয়ের ধুম পড়তে দেখা যায়। অনেকেই বিয়ের জন্য শীত মৌসুমকেই বেশি পছন্দ করেন। তবে বিয়ের সঙ্গে শীতের যে সম্পর্কই থাকুক না কেন, বাড়তি কিছু সুবিধা রয়েছে।

চলুন, শীতে বিয়ের ৫টি সুবিধার কথা জেনে নিই…

১. দীর্ঘ ছুটি: শুরুতেই বলে রাখা ভালো, বিয়ের জন্য কিছুদিন সময় দরকার হয়। আর বছরের শেষেই মেলে টানা ছুটি।

২. অল্প পরিশ্রম, কম ভোগান্তি: যত ছোট পরিসরেই হোক না কেন, বিয়ের আয়োজন মানেই পরিশ্রম আর ভোগান্তি।


৩. সাজ-সজ্জায় স্বস্তি: গরম মানেই ঘাম আর অস্বস্তি। যদি সাজ-সজ্জা একটু বেশি হয় তাহলে তো কথায় নেই।

৪. প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য: বিয়ে মানে ফুলের সমাহার। আর শীতকালেই পাওয়া যায় নানান রকম ফুল।

৫. দীর্ঘক্ষন কাছে পাওয়া : প্রচলিত আছে শীতের সময় প্রিয়জন যতটা দীর্ঘক্ষণ ঘনিষ্ঠভাবে থাকতে পারেন, গরমে সবার ক্ষেত্রে সেটা সম্ভব হয়ে উঠে না। তাই অনেকের কাছে এটাও একটা মোক্ষম কারন!

Mobile detail bottom [300x250]
video news
Mobile home2  [300x250]

latest